মনে পড়ে কি বাংলাদেশ জোট সরকারের সময় ক্ষুধা, অনাহার, মঙ্গায় মৃত্যু নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছিল ? উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত অঞ্চল সফরে গেলে অনাহারে মৃতপ্রায় দুটি মহিলার প্রাণ বাচাতে ছুটেযান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা, সময় টা ছিল ১৬ নভেম্বর ২০০৩ [নীলফামারি]। কি বাংলাদেশ, সেদিন নিশ্চই দেশের জনগণ শান্তিতে ছিল আর আজ তারা শান্তিতে নেই, তাই না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন