রবিবার, ২২ জুলাই, ২০১৮

মনে পড়ে কি বাংলাদেশ(৩৭)?

মনে পড়ে কি, ২০০১-২০০৬ কিভাবে এই বাংলাদেশ জঙ্গীবাদের বিষবাস্পে নিমজ্জিত হয়েগিয়েছিল। গ্রেণেড তখন খেলার সামগ্রী ছিল। আওয়ামীলীগ মানেই ছিল গ্রেণেড মেরে উড়িয়ে দেবার অথবা জবাই করে ফেলে রাখার বস্তু। কিন্তু সেই সন্ত্রাস কিন্তু শুধুই যে আওয়ামীলীগের উপর ছিল তা নয়! সেই উদ্দেশ্যমূল্ক সন্ত্রাস ও হত্যাযগ্য ছিল সাংস্কৃতিক ব্যাক্তি, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবীদের উপর। সেই উদ্দেশ্য মূলক হত্যার নির্মম ছোবল থেকে রক্ষা পাননি বিশিষ্ট লেখক, কবি, শিক্ষক ডঃ হুমায়ুন আজাদ। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা নির্মম পাশবিক হামলা চালায়। প্রাথমিক ভাবে কিছুটা সুস্থ হলেও, সেই ধকল আসলে তিনি বইতে পারেন নাই। সুদূর জার্মানীর মিউনিখে তিনি রহস্যজনকভাবে মারা যান। এই যে বাংলাদেশ মনে পড়ে কি সেদিনগুলোর কথা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন