মনে পড়ে কি বাংলাদেশ লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর নবী ৭১ এ পাকিস্তানীদের পরাজিত করেছিল, কিন্তু হত্যা হয়েছিল স্বাধীন বাংলাদেশের মাটিতে বিএনপি জামাত সন্ত্রাসীদের হাতে ! মনে পড়ে কি বাংলাদেশ জোট সরকারের জনৈক প্রতিমন্ত্রীর সন্ত্রাসীদের হাতে হত্যা হয়েছিল আমাদের নাটোরের লালপুরের নিভৃত গ্রাম হাবিবপুরের তরুন মোঃ মোয়াজ্জেম হক? আজ যারা মাহমুদুর রহমানের সামান্য রক্তের লাল রঙ দেখে প্রলাপ বকছেন, সেদিন আমাদের রক্তের নদী বুকের উপর দিয়ে বইছিল, লাশের ভারে কাঁধ অচল হয়ে পড়েছিল সে দিনের কিছু কথা কি বলবেন প্লিজ? মনে আছে তো সেসব কথা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন