বুধবার, ২৫ জুলাই, ২০১৮

মনে পড়ে কি বাংলাদেশ(৩৯)?

মনে পড়ে কি বাংলাদেশ বিএনপি-জামাত জোট সরকারের ২০০১-২০০৬ সালের কথা, উদ্দেশ্যমূলক হত্যা যেখানে নিত্যনৈমিত্যিক ব্যাপারে পরিণত হয়েছিল, গ্রেণেড যখন খেলার সামগ্রীতে পরিণত হয়েছিল, সাংস্কৃতিক মুক্তদ্বারকে গলাটিপে হত্যা যখন খুব সাধারণ বিষয় হয়ে উঠেছিল, সাম্প্রদায়িক সন্ত্রাস কোন ব্যাপারই ছিল না, ধর্ষন ছিল জোট সরকারের সোনার ছেলেদের আমোদ-প্রোমদের বিষয় সেই বাংলাদেশের কথা? সেই সময়ে মোঃ রাজ্জাক মন্ডলদের মত লাশে পরিণত হতো প্রায়ই সাধারণ মানুষ। ছবিটির হত্যভাগ্যের নাম মোঃ রাজ্জাক মন্ডল, বিএনপিরস্নত্রাসীদের হাতে নিহত এই হতভাগ্যের বাড়ি ছিল পাবনার সদর উপজেলার বাগদিপাড়ায়! মনে পড়ে কি সে সব দিনের কথা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন